
দুই দিনের ব্যবধানে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ – ডাকসু ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ – জাকসু নির্বাচন।
নির্বাচন চলাকালীন বিশ্ববিদ্যালয় দু’টোর প্রবেশমুখে দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত এবং তাদের সহযোগী সংগঠন ছাত্রদল ও শিবিরের নেতা-কর্মীদের অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে।
বিশেষ করে জাকসু নির্বাচন শেষ হবার পর থেকে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নির্বাচনে দুইটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থান নেয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি পাল্টাপাল্টি এমন অবস্থানকে কেন্দ্র করে সংঘাত-সংঘর্ষের শঙ্কাও ছিল শিক্ষার্থীদের মাঝে।
এসব পরিস্থিতির মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু নিয়ে সোস্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট আলোচনায় এসেছে, তেমনি একটি পোস্ট সারাবাংলার অনলাইন পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
ড, ইউনুস কি ব্যর্থ হতে চলছেন???
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো অঞ্চল নয়, ড, ইউনুসের ক্ষমতার বলয়ের বাহিরের কোনো এলাকা নয়।
মাত্র ১১ হাজার শিক্ষার্থীর একটি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন যদি ড, ইউনুসকে সম্পন্ন করতে এতটা নাকানিচুাবানী খেতে হয়, তাহলে ৯/১০ কোটি ভোটারের জাতীয় নির্বাচন তিনি কিভাবে সম্পন্ন করবেন?
ড, ইউনুসের সরকার যদি সব জায়গায় মিও মিও করে দেশ চালাতে চান, তিনি নিঃসন্দেহে ব্যর্থ হবেন। উনাকে সিংহের মতো গর্জন দিতে শিখতে হবে। নির্বাচন হবে সাভারে, রেজাল্টের জন্য তাকিয়ে থাকবেন লন্ডনের দিকে, এটা তো জাতির সাথে তামাশার শামিল।
ড, ইউনুস যে স্টাইলে দেশ চালাচ্ছেন, প্রশাসন যেভাবে তাদের পারপাস সার্ভ করছে, এ লেভেল থেকে যদি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এবারের জাতীয় নির্বাচনের মতো হানাহানির নির্বাচন বাংলাদেশ হয়তো কখনো দেখে নি, সেটাই ঘটবে।
অনলাইন থেকে সংগৃহীত











































