প্রচ্ছদ সারাদেশ বিয়ে না দেওয়ায় মেয়ের বাবার দোকানে আগুন দিলেন যুবক

বিয়ে না দেওয়ায় মেয়ের বাবার দোকানে আগুন দিলেন যুবক

সারাদেশ: ফরিদপুর শহরের চকবাজারের ময়রাপট্টি এলাকার শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরের সামনে মুদি ব্যবসায়ী মো. বিল্লাল মোল্লার (৬২) দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় মামলা করেছেন ওই মুদি ব্যবসায়ী। পুলিশ এ মামলার একমাত্র আসামি সুমনকে (৩০) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, লোকজনের চিৎকারে ভোর রাতে তাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তারা দেখতে পান ওই মুদির দোকনটি আগুনে পুড়ে যাচ্ছে। এর ১৫ মিনিট পর ফরিদপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে সাড়ে ৪টার দিকে আগুন নেভায়।

মুদি দোকানের মালিক মো. বিল্লাল মোল্লা জানান, তার সাথে সুমনের পারিবারিকভাবে শত্রুতা চলে আসছিল। এর জের ধরে সুমনই তার দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আগুনে একটি ফ্রিজসহ দোকানের যাবতীয় মালামাল পুড়ে গেছে। এতে তার তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, আমার এক মেয়েকে পছন্দ করত সুমন। ওই মেয়েকে সুমনের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দিয়েছি। সেই ঘরে আমার মেয়ের দুটি সন্তানও রয়েছে। সেই থেকেই সুমন আমার ওপর ক্ষিপ্ত ছিল। আজ সুযোগ পেয়ে আমার দোকান পুড়িয়ে দিয়েছে। ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুভাষ বাড়ৈ বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বোঝা গেছে এক ব্যক্তি ওই দোকানটি আগুন ধরিয়ে দিয়েছেন। আমরা ১৫ মিনিটের চেষ্টাতেই আগুন নেভাতে সক্ষম হয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, এ ব্যাপারে ওই মুদি দোকানের মালিক মো. বিল্লাল মোল্লা সুমনকে একমাত্র আসামি করে থানায় মামলা করেছেন। এজাহারে তিনি দাবি করেছেন- পূর্ব শত্রুতার জের ধরে সুমন তার দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। পুলিশ সুমনকে গ্রেপ্তার করেছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।