হেড লাইন: ভারতের আগরতলা অভিমুখে গাড়িবহর নিয়ে লং মার্চে যাওয়ার সময় জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রুপগঞ্জের বরপা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরের অনুসারীদের মার্চে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও ক্লিপ এসেছে এসেছে যা নিয়ে জেলাজুড়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
ওই ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে দেখা যায়, সকাল সাড়ে ৯টার দিকে কাজী মনিরের অনুসারী যুবদল নেতা মোখলেছ সাউদের নেতৃত্বে বিশাল একটি বহর আগরতলা অভিমুখে যাচ্ছিল। এসময় বরপা এলাকায় ওই বহর থেকে কয়েকজন নেতাকর্মীকে জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাদের ধমক দিয়ে থামিয়ে দেওয়া হয়। তারাব পৌরসভা যুবদলের আহবায়ক আফজাল কবির বলেন, গত ৫ আগস্টের পর থেকেই কাজী মনির আওয়ামী লীগের লোকজনদের বিএনপিতে আশ্রয় দিচ্ছেন।
তারই ধারাবাহিকতায় আজ এই ঘটনা ঘটে। যা আমাদের জন্য লজ্জাকর। কাজী মনিরের অনুসারী ওই যুবদলের বহরে উপস্থিত ছিলেন মোখলেছ সাউদের ভাই ৬নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা বায়োজিত সাউদ, যুবলীগ নেতা আউয়াল মোল্লা, আয়েজ আলীসহ সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর লোকজন। তাদের দ্বারা এই ঘটনা ঘটেছে। তারা ৫ আগস্টের পূর্বে সরাসরি আওয়ামী লীগের লোক ছিলেন এবং গাজীর যেকোনো অপকর্মে তারা যুক্ত ছিলেন। কিন্তু তারা এখন কাজী মনিরের আশ্রয়ে বিএনপিতে প্রবেশ করে আমাদের দলের বদনাম করছেন।
সূত্র : Newsnarayanganj
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |