
সাতক্ষীরা সদর উপজেলার ব্রাহ্মরাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে চাউলের বিশেষ কার্ড দেওয়ার নামে সাধারণ মানুষের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে কৌশলে বিএনপির সদস্য বানানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয়দের অভিযোগ, দরিদ্র মানুষের অসহায়ত্বকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা তুলছে বিএনপির একটি অংশ।
কীভাবে চলছে প্রতারণা
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বিএনপি নেতাকর্মী গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। তারা দাবি করছেন, সরকারের পক্ষ থেকে শিগগিরই “চাউলের বিশেষ কার্ড” দেওয়া হবে। ওই কার্ড থাকলে বাজারদরের চেয়ে কম দামে চাল কেনা যাবে। এ প্রলোভনে অনেকেই তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেন। পরে জানা যায়, সেই তথ্য ব্যবহার করে সংশ্লিষ্টদের বিএনপির সদস্য তালিকায় যুক্ত করা হচ্ছে।
ভুক্তভোগীদের ক্ষোভ
প্রতারিতদের অভিযোগ, তারা ভেবেছিলেন সরকারের বিশেষ কর্মসূচির আওতায় এই কার্ড দেওয়া হচ্ছে। কিন্তু পরে নিজেদের নাম বিএনপির সদস্য তালিকায় দেখতে পেয়ে তারা ক্ষুব্ধ হয়েছেন।
একজন ভুক্তভোগী বলেন, “আমরা চালের কার্ড পাওয়ার আশায় তথ্য দিয়েছিলাম। পরে বুঝলাম আমাদের নাম বিএনপির তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা ভয়ঙ্কর প্রতারণা।”
বিএনপির দাবি
তবে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, এসব ভিত্তিহীন গুজব ছড়িয়ে রাজনৈতিকভাবে বিএনপিকে হেয় করার চেষ্টা করা হচ্ছে।
একজন উপজেলা পর্যায়ের বিএনপি নেতা বলেন, “আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। চালের কার্ডের নামে কোনো কর্মসূচি আমাদের নেই।”
প্রশাসনের অবস্থান
স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা খতিয়ে দেখছেন। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সাধারণ মানুষের মতামত
এলাকার সাধারণ মানুষ বলছেন, এ ধরনের প্রতারণা রাজনৈতিক অঙ্গনকে যেমন কলুষিত করছে, তেমনি অসহায় মানুষের সঙ্গে অন্যায় করা হচ্ছে। তারা দ্রুত তদন্ত ও প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।