প্রচ্ছদ জাতীয় বিএনপির কেন্দ্রীয় নেত্রী বিলকিসের পদ স্থগিত

বিএনপির কেন্দ্রীয় নেত্রী বিলকিসের পদ স্থগিত

জাতীয়:বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জানাহ শিরিনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে বিলকিস জাহানের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকবে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগের পর সারাদেশে নৈরাজ্য সৃষ্টি হয়। গত ৫ আগস্ট থেকে সারাদেশে প্রায় ৪০ জনের অধিক বিএনপি-ছাত্রদল-যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীকে দল এবং সংগঠন থেকে বহিষ্কার করে বিএনপি। এছাড়া বেশ কিছু নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।