
মো. ফরিদুল কবির তালুকদার শামীমকে সভাপতি এবং অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট জামালপুর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৩ আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি ঘোষণা করা হয়। অল্প কিছুদিনের মধ্যে জামালপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়।
১২ সদস্যের আংশিক কমিটিতে আছেন, সভাপতি মো. ফরিদুল কবির তালুকদার শামীম, সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহ-সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, সহ-সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আারমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম খান সজীব, সাংগঠনিক মো. আরিফ হোসেন বাহাজ।












































