
পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বড় হারজি বিএনপি কার্যালয়ে ঢুকে তিন কিশোর জয় বাংলা স্লোগান দিলে স্থানীয় বিএনপির বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
গ্রেপ্তার তিন কিশোর মঠবাড়িয়ার পাঠাকাটা গ্রামের মো. আল আমিনের ছেলে অলি (১৫), একই গ্রামের মো. নূরুল হকের ছেলে রাকিবুল ইসলাম (১৫) ও মো. খলিলুর রহমানের ছেলে মো. জুবায়ের (১৬)। পুলিশ তিন কিশোরকে আজ শনিবার আদালতে পাঠিয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি অফিসে বসে জয় বাংলা স্লোগান দেওয়া দুই কিশোরের ভিডিও ভাইরাল হয়। পরে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা দুই কিশোরসহ ভিডিও ধারণ করা একজনকে আটক করে পুলিশে দেন।
স্থানীয় পাঠাকাটা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা বলেন, এটা আমাদের মূল অফিস না। এখানে স্থানীয় লোকজন বসে।
তাদের মধ্যে কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে তার ছবি টানিয়ে রেখেছেন। এটাকে পুঁজি করে একটি মহল এখানে লোক না থাকার সুযোগে কিশোরকে দিয়ে ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের পুলিশে দিয়েছে।
তবে এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম বাদী হয়ে অফিসে অনধিকার প্রবেশ, ভাঙচুরের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ওই মামলায় তিন কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে তাদের থানায় আনা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।
সুত্রঃ কালের কণ্ঠে









































