
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপিতে পরপর দুটি সুখবর যোগ হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে পদ স্থগিত হওয়া নেছারাবাদ উপজেলা বিএনপির দুই নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদে পুনর্বহাল করেছে কেন্দ্রীয় বিএনপি।
রবিবার (৩০ নভেম্বর) বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে পাঠানো চিঠিতে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দিন তালুকদার–এর পুনর্বহালের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় দপ্তর। চিঠিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরে ব্যাখ্যা, আবেদন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা বিবেচনা করে স্থগিতাদেশ প্রত্যাহার করে পূর্বের সব দায়িত্বে পুনর্বহাল করা হয়েছে।
হঠাৎ পাওয়া এ সুখবরকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা গেছে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস। দুই নেতাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন,“ওয়াহিদুজ্জামান ও নাসির উদ্দিন দুজনই মাঠপর্যায়ের পরিশ্রমী ও জনপ্রিয় নেতা। তাঁদের ফিরে আসায় বিএনপি আরও শক্তিশালী হবে।”
জেলা বিএনপির নেতারা মনে করছেন, পুনর্বহালের এ সিদ্ধান্ত সংগঠনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে পিরোজপুর জেলা বিএনপি আরও সুসংগঠিতভাবে ভূমিকা রাখতে সক্ষম হবে।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন,“আমিও বিষয়টি শুনেছি। তাদের ওপর থাকা পদ স্থগিতাদেশ কেন্দ্রীয় সিদ্ধান্তে প্রত্যাহার করা হয়েছে।”
সূত্র : জনকণ্ঠ











































