প্রচ্ছদ জাতীয় বিএনপিতে কি সক্রিয় হচ্ছেন তারেককন্যা জাইমা?

বিএনপিতে কি সক্রিয় হচ্ছেন তারেককন্যা জাইমা?

প্রথমবারের মতো বিএনপির কোনো সভায় বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাতনি।

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় যুক্ত হন জাইমা রহমান। সেখানে তিনি দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং কাজের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৩৯ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, জাইমা রহমান ভার্চুয়াল সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছেন, ‘থ্যাংক ইউ সবাই, এত কষ্ট করে সবাই এখানে এসেছেন। এত কাজ করছেন, আপনাদের চিন্তা ভাবনায় কী অসুবিধা-সুবিধা এটাও বললেন। কয়েকটি বিষয়ের ওপর আলাপ করা হয়েছে। রিজভী আংকেল ও পাভেল আংকেল নোট নিয়েছেন।’

জাইমা বলেন, ‘আমরা সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি। তবে অবশ্যই কাজটা যেন এগিয়ে যায়। সবার সাথে সবার যোগাযোগ আছে, সেটা করা উচিত। উই শোড হেল্প ইচ আদার, হোয়ের পসিবল। খোকন আংকেল সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, সময় অনুযায়ী কীভাবে কীভাবে করা উচিত। ওটা যেন আমরা না দেরি করি। আমাদের কাছে স্কেজুয়ালটা আছে, ওইভাবে ওই অনুযায়ী কাজ করা উচিত। থ্যাংক ইউ, সো মাচ।’

ওই সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন ও ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন।

নির্বাচনের আগ মুহূর্তে দলের কোনো সভায় জাইমা রহমানের এই বক্তব্য দেওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়েছে- বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করা জাইমা রহমান। ব্যারিস্টারি শেষ করার পর থেকেই তাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রত্যাশা আস্তে আস্তে বাস্তবায়নের দিকে যাচ্ছে বলে মনে করছেন বিএনপির নেতাকর্মীরা।

গত মাসে বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারের সময় তারেক রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল, বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে পরিবারের প্রভাব কতটা থাকবে? বাংলাদেশের রাজনীতিতে ডা. জোবাইদা রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান যুক্ত হবেন কি-না? এ বিষয়ে কিছুটা কৌশলী জবাব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তখন তিনি বলেছিলেন, ‘সময় পরিস্থিতি বলে দেবে ওটা।’

ডিসেম্বরের শুরুতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। এর আগে পরে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধারণা করা হচ্ছে, বাবার সঙ্গে তখন জাইমা রহমানও দেশে ফিরবেন। তিনি আগামী নির্বাচনে দলের হয়ে প্রচার-প্রচারণায় অংশ নিতে পারেন বলেও আশা করা হচ্ছে।

সূত্র: ঢাকা মেইল