প্রচ্ছদ জাতীয় ‘বাচ্চাটারে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারি নাই’, বলে কেঁদেছিলেন হাদি

‘বাচ্চাটারে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারি নাই’, বলে কেঁদেছিলেন হাদি

দেশের জন্য লড়াই চালানো, জুলাই আন্দোলনের অমর কণ্ঠ শহীদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর আমাদের মধ্যে নেই। গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় চলন্ত মোটরসাইকেল থেকে তার ওপর গুলি চালানো হয়। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

হাদির জীবন এবং সংগ্রাম শুধু রাজনীতি বা আন্দোলনের জন্যই নয়, ব্যক্তিগত জীবনেও অনেক ত্যাগের গল্প বয়ে এনেছে। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে বারবার আক্ষেপ করেছিলেন, ১০ মাস বয়সী তার সন্তানকে ঠিকমতো সময় দিতে পারেননি। এক সাক্ষাৎকারে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, “আমার বাচ্চাটারে তিন মাসে ৩০ মিনিটও কোলে নিতে পারি নাই। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন।” এ কথাগুলো তিনি এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের কাছে তুলে ধরেছিলেন।

হাদি সবসময় সততা, সাহস ও লড়াইয়ের শক্তিকে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, তার সন্তান, পরিবার ও ইনকিলাব মঞ্চের ভাইবোনদের রক্ষা করার দায়িত্ব এখন আল্লাহর হাতে। তার এই বীরত্বপূর্ণ জীবন ও আত্মত্যাগ দেশের জন্য এবং জুলাই আন্দোলনের আদর্শ বেঁচে থাকার প্রতীক হয়ে থাকবে।

সূত্র : জনকণ্ঠ