প্রচ্ছদ জাতীয় বাউল শিল্পী আবুল সরকার ইস্যুতে অবস্থান পরিষ্কার করল এনসিপি

বাউল শিল্পী আবুল সরকার ইস্যুতে অবস্থান পরিষ্কার করল এনসিপি

বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে ধর্ম অবমাননা বিতর্ক এবং তার জামিন দাবি করা মানববন্ধনে হামলার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ধর্ম ও সম্প্রীতি সেল সম্পাদক তারেক রেজা স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করা হয়।

বিবৃতিতে বলা হয়, এনসিপির আগের বিবৃতিকে ভুলভাবে ব্যাখ্যা করে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। দলটি জানায়—আবুল সরকারের বক্তব্য ও মানববন্ধনে হামলা দুটি সম্পূর্ণ আলাদা ঘটনা।

এনসিপি স্বীকার করে, আবুল সরকারের কিছু বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা বিচারাধীন। দলটি ধর্ম অবমাননাকে কখনোই মতপ্রকাশের স্বাধীনতা বলে মনে করে না।

তারা স্পষ্ট জানায়, আগের বিবৃতির উদ্দেশ্য আবুল সরকারের বক্তব্যকে বৈধতা দেওয়া ছিল না; বরং অহিংস সভা-সমাবেশে হামলার নিন্দা জানানো ছিল। সাংস্কৃতিক বা আধ্যাত্মিক চর্চা যদি আইন না লঙ্ঘন করে—রাষ্ট্র তার নিরাপত্তা দেবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।