প্রচ্ছদ আজকের সেরা সংবাদ ফের নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

ফের নতুন কর্মসূচি ঘোষণা করলো জামায়াত

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কট নিরসনে পদক্ষেপ গ্রহণ এবং ডামি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী।

এই দাবিতে আগামী রোববার (২৮ জানুয়ারি) দেশের সকল মহানগরীতে বিক্ষোভ মিছিল কর্মসূচি করবে দলটি। বুধবার (২৪ জানুয়ারি) জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।

বিবৃতিতে বলা হয়, দেশে বর্তমানে মহাসঙ্কট চলছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটের কারণে জনগণ অতিষ্ঠ। দরিদ্র জনগণ দিনে একবেলাও পেট ভরে খেতে পারছে না। সরকার ট্রাকে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করছে, তা কেনার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত পরিমাণ দ্রব্যসামগ্রী কিনতে পারছেন না। তার ওপর গ্যাস-বিদ্যুৎ ও পানির সমস্যার কারণে জনগণের দুঃখ-কষ্টের সীমা ছাড়িয়ে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, একদলীয় প্রহসনের ডামি নির্বাচন করে জনগণের ভোটাধিকার হরণ করেছে সরকার। এতে সরকার জনগণ থেকে যেমন বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তেমনি আন্তর্জাতিকভাবেও একঘরে হওয়ার মুখে পড়েছে। ডামি নির্বাচন দেশে-বিদেশে কোথাও গ্রহণযোগ্যতা পায়নি এবং স্বীকৃতিও পাচ্ছে না। দেশে বর্তমানে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক মহাসঙ্কট চলছে। এসব সঙ্কটের মূল কারণ ভোটারবিহীন ডামি নির্বাচন করে শক্তির জোরে ক্ষমতায় থাকার অবৈধ খায়েশ। এ নির্বাচন বাতিল করে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া বর্তমান সঙ্কট থেকে দেশকে উদ্ধার করা সম্ভব নয়।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।