প্রচ্ছদ জাতীয় ফের জামায়াতের আরেক নেতা আর নেই

ফের জামায়াতের আরেক নেতা আর নেই

আবারও বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বাসের চাপায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ববি শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহতের এক সপ্তাহের মধ্যে ওই এলাকায় দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় খয়রাবাদ সেতুর ঢালে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ইউনুস বিশ্বাস (মাষ্টার) নিহত হন ৷ বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস ছালাম৷

নিহত ইউনুস বিশ্বাস বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বাসিন্দা ,নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক।

জানা যায়, তিনি বরিশাল হতে মোটরসাইকেলযোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে অন্তরা পরিবহনের বাস চাপা দিলে মাথায় ও মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন ইউনুস বিশ্বাস।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে কিছুদূর গিয়ে বাসটি রেখে চালক পালিয়ে যান। বাসটি এখন বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডে রয়েছে।

উল্লেখ্য, ৩০ অক্টোবর রাতে নারায়ণগঞ্জ ট্রাভেলসের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হয়। ২ নভেম্বর একই স্থানে বাইক দুর্ঘটনা ঘটে এবং ৩ নভেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মারা যায়।

এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহে ৩ জনের মৃত্যু হয় এবং একই এলাকায় এ নিয়ে ৬ এর অধিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।