প্রচ্ছদ জাতীয় প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রকাশ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত তারিখ প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ২ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিতব্য পরীক্ষাটি পিছিয়ে ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূর্বনির্ধারিত ২ জানুয়ারির পরীক্ষাটি ৯ জানুয়ারি একই সময়ে এবং নির্ধারিত কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রার্থীদের নতুন এই সময়সূচি অনুযায়ী প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক ও পরিবর্তিত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।