প্রচ্ছদ জাতীয় প্রবাসীকে আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মিলল নিহত ৭ জনের পরিচয়

প্রবাসীকে আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মিলল নিহত ৭ জনের পরিচয়

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ওমান প্রবাসীকে বাড়ি পৌঁছে দেওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাত নারী ও শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে চৌমুহনী–লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান।

পুলিশ জানায়, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের সঙ্গে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের বাড়ি ফিরছিলেন। একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাসে তারা আসছিলেন।

ভোরে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। তাতে বাহারের স্ত্রী কবিতা বেগম ও মেয়ে মিমসহ সাতজনের প্রাণ যায়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি ঘটে ভোরে, যখন গাড়িতে প্রায় সবাই ঘুমিয়ে ছিলেন। পরে লোকজন ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছে। কয়েকজন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও সাতজন গাড়ির ভেতরে আটকা পড়ে মারা যান।”

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার খবর তারা পায় ভোর ৫টা ৪০ মিনিটে। চৌমুহনী ফায়ার স্টেশন থেকে তাদের দুটি ইউনিট সেখানে যায়। গাড়ি থেকে চার নারী ও তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন– মোছাম্মৎ পয়জুন্নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০)

লাবনী বেগম (৩০), রেশমী (১০), মিম (২) ও লামিয়া (৯)।

ঘটনাস্থল থেকে বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, রেকারের সহায়তায় গাড়িটি খাল থেকে তোলা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। তবে ওমান ফেরত বাহার উদ্দিন বেঁচে আছেন।

সূত্র : bdnews24