প্রচ্ছদ হেড লাইন প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে উধাও হাদির কবিতা

প্রধান উপদেষ্টার ফেসবুক থেকে উধাও হাদির কবিতা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির ‘বিদ্রোহী’ কবিতার ভিডিওটি না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রশ্ন দেখা দিয়েছে। একইসঙ্গে নেই পেজটির প্রোফাইল ছবিটিও।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে আলোচিত ওই ভিডিওটি পাওয়া যাচ্ছে না। কবিতার ভিডিওটি প্রকাশের পর থেকে এটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছিল।

তবে শুক্রবার (২৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টারে ফেসবুক পেজে ঢুকে দেখা যায়, কবিতার ভিডিওটি নেই। নেই ফেসবুক পেজের প্রোফাইল ছবিটিও।

এ ঘটনায় বিভিন্ন ফেসবুক পেজ থেকে নানা ধরণের মন্তব্য করা হচ্ছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জুলাই ঐক্যের পেজ থেকে এক পোস্টে প্রশ্ন তোলা হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী শহীদ ওসমান হাদির ‘বিদ্রোহী’ কবিতা আবৃত্তির এই ভিডিও প্রধান উপদেষ্টার পেজ থেকে সরিয়ে নেয়া হলো কার ইশারাতে?

এ বিষয়ে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বলেন, সরকারের পক্ষ থেকে প্রোফাইল ছবি বা ওসমান হাদির কবিতা ডিলেট করা হয়নি। এটা ফেসবুকের কোনো একটা টেকনিক্যাল ইররের কারণে হয়েছে। সমস্যাগুলোর সমাধানে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।