প্রচ্ছদ জাতীয় পে স্কেল নিয়ে কমিশনের বৈঠক শেষ, যা জানা গেল

পে স্কেল নিয়ে কমিশনের বৈঠক শেষ, যা জানা গেল

নতুন বেতন কাঠামো প্রণয়নের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে জাতীয় পে কমিশনের বৈঠক শেষ হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত কমিশনের সম্মেলন কক্ষে এই আলোচনা হয়।

সভা শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সাংবাদিকদের জানান, বৈঠকটি ফলপ্রসূ হলেও সব সচিব উপস্থিত ছিলেন না। তিনি বলেন, ‘পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা করা হবে। আলোচনা শেষ হলে দ্রুত সময়ের মধ্যেই রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি।’

সুপারিশ জমায় চাপ বাড়ছে

পে কমিশনকে ৩০ নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দেওয়ার আলটিমেটাম দিয়ে রেখেছেন কর্মচারী নেতারা। নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা–কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির বলেন,

‘৩০ নভেম্বরের মধ্যেই সুপারিশ জমা দেওয়া সম্ভব। দাবি পূরণ না হলে ৫ ডিসেম্বরের মহাসমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’

আন্দোলনের প্রস্তুতি

নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী ৫ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে কর্মচারীরা।

এর আগে পে কমিশন ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সাধারণ নাগরিক, সরকারি কর্মচারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিভিন্ন অ্যাসোসিয়েশনের কাছ থেকে অনলাইনে প্রশ্নমালার মাধ্যমে মতামত সংগ্রহ করেছে।

সূত্র : জনকণ্ঠ