সারাদেশ: দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে পুলিশের গুলিতে আহত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় টুটুল হোসেন বাদশা। নিজের ফেসবুক আইডিতে খোদ এ তথ্য জানিয়েছেন তিনি। রক্তাক্ত অবস্থায় চোটাক্রান্তের ছবি দেয়ার পাশাপাশি ভিডিও আপলোড করেছেন বাদশা।
সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের এই ডিফেন্ডার লেখেন, ‘আনুমানিক রাত ৯ ঘটিকায় এলোপাতাড়িভাবে পুলিশ বাহিনী গুলি ছুঁড়ে। আমি আমার বাসার সামনে অবস্থান করছিলাম। সেই সময় আমার চোখের ওপরে এসে একটি গুলি লাগে। সবাই আমার জন্য দোয়া করবেন। যাই হোক একটা প্রশ্ন থেকেই গেল। সময় হলে সেই বিষয়ে কথা হবে।’
২০১৩-১৪ মৌসুমে খেলোয়াড়ি জীবন শুরু করেন বাদশা। প্রিমিয়ার লিগে ঢাকা আবাহনীর হয়ে খেলেন ২০১৭-১৮ মৌসুমে। ঐতিহ্যবাহী ক্লাবটির জার্সিতে পাঁচ মৌসুমে ৭৫ ম্যাচ খেলেছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে ঢাকা আবাহনী থেকে বসুন্ধরা কিংসে যোগ দেন।
২০১৮ সালে জাতীয় দলে অভিষেক ঘটে বাদশাহর। লাল-সবুজ জার্সিতে এ পর্যন্ত ২৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন তিনি। দলগতভাবে বাদশা তিনটি শিরোপা জিতেছেন, যার সবগুলো ঢাকা আবাহনীর জার্সিতে।
সূত্র: Channel 24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |