চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক বিক্রেতা এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে শহীদুল পাইকারি দামে গাঁজা কিনে আনেন। আর তার স্ত্রী সেই গাঁজা বিক্রি করেন।
মঙ্গলবার সন্ধ্যায় জেলার সদর থানার নুর নগর কলোনি থেকে তাদেরর গ্রেফতার করা হয়।
দম্পতিরা হলেন- স্বামী শহীদুল ইসলাম (৬৫) ও স্ত্রী ফিরোজা বেগম (৫৭)।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে মূলত গাঁজার ব্যবসা করে। আর এই কাজে তাকে সহযোগিতা করে তার স্ত্রী। শহীদুল গাঁজা কিনে আনে আর তার স্ত্রী বিক্রি করে।
আটকের সময় তাদের কাছ থেকে প্রায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়। শহীদুলের বিরুদ্ধে ৪টি ও তার স্ত্রীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |