প্রচ্ছদ জাতীয় নির্বাচনের পর নিজের ভবিষ্যৎ জানালেন প্রধান উপদেষ্টা

নির্বাচনের পর নিজের ভবিষ্যৎ জানালেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোর প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন। আগামী বছরের ফেব্রুয়ারিতেই এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস রাজনৈতিক কোনো পদে থাকবেন কি না এ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছিল। এবার তিনি নিজেই স্পষ্ট করে জানালেন তার অবস্থান।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ডেসারট নিউজে প্রকাশিত এক নিবন্ধে ড. ইউনুস লিখেছেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা, যেখানে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত থাকবে। তিনি জানান, প্রবাসী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করাও তাদের অঙ্গীকারের অংশ।

ড. ইউনুস স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি রাষ্ট্রের সব দায়িত্ব ছেড়ে দেবেন। নির্বাচনে যে সরকার গঠিত হবে, তাতে তিনি কোনো পদেই থাকবেন না।

তিনি স্মরণ করেন, এক বছর আগেই শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলনের মধ্য দিয়ে একটি স্বৈরাচারের পতন ঘটে। ২০২৪ সালের ৮ আগস্ট শিক্ষার্থীদের আহ্বানে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। সেই থেকে সরকারের লক্ষ্য ছিল দেশকে স্থিতিশীল করা ও গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা।

ড. ইউনুস বলেন, সরকারি চাকরিতে ন্যায্যতার দাবিতে শুরু হওয়া আন্দোলনই বিশ্বের প্রথম “জেনারেশন জেড বিপ্লব”-এ রূপ নেয়। এই তরুণ প্রজন্ম ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছে। গণতান্ত্রিক উত্তরণের স্বীকৃতি হিসেবে দ্য ইকোনমিস্ট ২০২৪ সালে বাংলাদেশকে “কান্ট্রি অব দ্য ইয়ার” ঘোষণা করে।

তিনি আরও জানান, অর্থনীতি পুনর্গঠন, নির্বাচন প্রস্তুতি ও লুট হওয়া সম্পদ উদ্ধারের কাজে ব্যস্ত থাকলেও, বিশ্ব বাংলাদেশকে অগ্রগতির মডেল হিসেবে দেখেছে। পাশাপাশি তিনি বাংলাদেশের ভবিষ্যৎকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতা ও সমৃদ্ধির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সূত্র: জনকণ্ঠ