প্রচ্ছদ জাতীয় নিউইয়র্ক বিমানবন্দরে ডিম নিক্ষেপ: ড. ইউনূসের ভূমিকা নিয়ে ক্ষো ভ প্রকাশ সাংবাদিক...

নিউইয়র্ক বিমানবন্দরে ডিম নিক্ষেপ: ড. ইউনূসের ভূমিকা নিয়ে ক্ষো ভ প্রকাশ সাংবাদিক সামির

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,
“আয়োজন করে যাদের অতিথি হিসেবে সঙ্গে নিয়ে গেলেন, তাদের নিরাপত্তার বিষয়টাও তো আপনার বিবেচনা করা উচিত ছিল ইউনূস সাহেব। ফ্লাইটের ভেতর এত খাতির যত্ন করে ছবি তুললেন, সেসব ফলাও করে প্রচার করলেন, কিন্তু ল্যান্ড করার পর নিজে চলে গেলেন নিরাপত্তার চাদরে মোড়া ভেজা বেড়ালের মতো। অতিথিদের অরক্ষিত রেখে এমন অপমানজনক পরিস্থিতিতে ফেললেন।”

তিনি আরও প্রশ্ন তোলেন,
“ফ্লাইটের ভেতর যেসব সরকারি কর্মকর্তারা এত মাখামাখি করে ফটোসেশন করলেন, আপনারাই বা কোথায় ছিলেন? সম্মানিত ব্যক্তিদের রেখে স্রেফ হাওয়া হয়ে গেলেন? শেইম অন ইউ অল।”

বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দল নিউইয়র্কে পৌঁছানোর খবরে দুপুর থেকেই সেখানে জড়ো হন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা।

প্রধান উপদেষ্টা ও বিএনপি মহাসচিবকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠন আনন্দ সমাবেশ করে। অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন ও প্রতিরোধ কর্মসূচি পালন করেন। দুই পক্ষের কর্মীদের স্লোগান আর ব্যানার-ফেস্টুনে পুরো টার্মিনাল এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।

বিকেল পৌনে চারটার দিকে প্রতিনিধি দলের সদস্যরা গাড়ির দিকে এগোতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপি সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েক দফা ডিম নিক্ষেপ করা হয়।

ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

সূত্র: জনকণ্ঠ