প্রচ্ছদ আজকের সেরা সংবাদ নতুন কর্মসূচি শুরু কবে, জানালো বিএনপি

নতুন কর্মসূচি শুরু কবে, জানালো বিএনপি

নির্বাচন ও সরকার পতনে রাজপথে কর্মসূচির কথা ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কর্মসূচি নির্ধারণে প্রতিদিন বসছেন দলটির নেতারা। আলোচনা হচ্ছে আন্দোলনে পাশে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও।

শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

আন্দোলন প্রসঙ্গে রিজভী বলেন, ‘আমাদের নেতারা প্রায় প্রতিদিন বসছেন। কর্মসূচি ঠিক করে আবার আপনাদের জানাবেন। এখনো আমরা কর্মসূচির মধ্যে আছি, আন্দোলনের মধ্যে আছি। আমাদের সঙ্গের রাজনৈতিক দলগুলো আছে, তাদের সঙ্গে কথা বলার বিষয় আছে। সবার সঙ্গে কথা বলে কর্মসূচি ফরমুলেটেড করে আপনাদের জানানো হবে।’

অবৈধ সত্তা নিয়ে সরকার আনন্দ করছে দাবি করে এই বিএনপি নেতা বলেন, ‘অবৈধ সত্তা নিয়ে সরকার আনন্দ করছে। তাদের পরাজয়ের মধ্য দিয়ে এই উৎসব জনগণের উৎসবে পরিণত হবে।’

সরকার কত টিকবে? জানতে চাইলে রিজভী বলেন, ‘যুদ্ধ একাত্তর সালে শুরু হবে এটা কি ৬২ সালে জানা গেছে, এটা কি ৬৯ সালে জানা গেছে, এটা কি ৭০ সালে জানা গেছে? জানা তো যায়নি। তাই কখন কোন পরিস্থিতি হবে সেটা বলা যায় না।’

সংবাদ সম্মেলনে বিএনপির চোয়ারপারসন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন রিজভী।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।