প্রচ্ছদ জাতীয় ধানমন্ডিতে গোপন বৈঠকে আ.লীগ, কী পরিকল্পনা হয় তাদের?

ধানমন্ডিতে গোপন বৈঠকে আ.লীগ, কী পরিকল্পনা হয় তাদের?

রাজধানীর ধানমন্ডিতে গোপন বৈঠক করেছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গোয়েন্দা সূত্রের খবর, নির্বাচনের আগে নতুনভাবে ষড়যন্ত্রের পরিকল্পনা করা হচ্ছে এই বৈঠকে।

বৈঠক ধানমন্ডির 64/এ শহীদ বুদ্ধিজীবী সড়কের মদিনা গ্রুপের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি সাবেক এমপি হাজী সেলিমের মালিকানাধীন এবং বর্তমানে পরিচালনা করছেন তার ছেলে, লীগের নেতা এরফান সেলিম। ৫ আগস্টের পর থেকে এরফান ভারতে অবস্থান করছেন।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, অফিসে নিয়মিত মিটিং করে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন কার্যক্রম পরিকল্পনা করা হয়। জুম মিটিংয়ের মাধ্যমে গ্রুপের নির্বাহী পরিচালকসহ নয় জন বৈঠকে অংশ নেন। এতদূর পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকা অর্থায়ন হয়েছে হুন্নির মাধ্যমে।

রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুর, ফার্মট ও শ্যামলীসহ আশেপাশের এলাকায় সম্প্রতি ঝটিকা মিছিল এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ইতিমধ্যে ২৪৪ জন নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে অর্থায়ন ও পরিকল্পনাকারীর তথ্য পাওয়া গেছে।

পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম জানান, ধানমন্ডি অফিসে রাষ্ট্রবিরোধী কার্যক্রমের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সূত্রঃ জনকণ্ঠ