কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এক যুবক। সদ্য জামিনে ছাড়াও পেয়েছেন তিনি। জেল থেকে বেরিয়ে সেই কিশোরীকে রাস্তায় মা-ভাইয়ের সামনে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সম্ভলে।
পুলিশ সূত্রে খবর, গাজিয়াবাদ থেকে মা এবং ভাইয়ের সঙ্গে বাইকে করে সম্ভলে এসেছিলেন কিশোরী। কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন তিনজন। সেই সময় রাস্তা আটকান ওই কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত যুবক। এরপর বাইক থেকে টেনেহিঁচড়ে নামান কিশোরীকে। তার পর মা এবং ভাইয়ের সামনেই তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করেন। তার পর পালিয়ে যান অভিযুক্ত যুবক।
সম্ভলের অতিরিক্ত পুলিশ সুপার শ্রীস চন্দ্র জানিয়েছেন, কৈলী দেবী থানা এলাকায় এক কিশোরীকে গুলি করে খুন করেছেন এক যুবক। ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন যুবক। সেই মামলায় সদ্য জামিন পেয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম রিঙ্কু। এক সঙ্গীকে নিয়ে বাইকে করে এসে কিশোরীকে গুলি করেন তিনি। দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
মূল অভিযুক্ত রিঙ্কুর বিরুদ্ধে গাজিয়াবাদ থানায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছিল। এ মাসের শুরুতে জেল থেকে ছাড়া পেয়েছেন। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |