প্রচ্ছদ জাতীয় দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

দেশ রক্ষায় তারেক রহমানের স্পষ্ট বার্তা!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত দিনের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি। তবে আগামী দিনের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় দলের নেতাকর্মী ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে জেলা বিএনপি এই বিশেষ ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’ ও জনকল্যাণমূলক প্রকল্পের আয়োজন করে।

বক্তব্যের শুরুতেই সদ্য প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। তিনি বলেন, ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের এক অকুতোভয় যোদ্ধা। তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই আন্দোলনের শহীদদের সম্মান ধরে রাখতে হলে দেশ পুনর্গঠনের কাজে সবাইকে একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে। স্বৈরাচারমুক্ত এই নতুন স্বাধীনতাকে সার্থক করতে ধ্বংসস্তূপ থেকে দেশ গড়ার বিকল্প নেই।

শহীদদের স্মৃতিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অমর করে রাখতে জেলা বিএনপি এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। তারেক রহমান ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধন করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য ফ্রি ওয়াই-ফাই সেবার শুভ সূচনা করেন।

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এবং সরকারি আজিজুল হক কলেজসহ জেলার ২০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দ্রুততম সময়ের মধ্যে জেলার আরও ৪০টি স্থানে এই ইন্টারনেট সংযোগ সম্প্রসারণ করা হবে।

এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ প্রজন্ম শহীদদের আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে এবং ইন্টারনেটের মুক্ত ব্যবহারের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে পারবে।

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারগুলোর সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধাদের বিশেষ সম্মাননা জানানো হয়। জেলা বিএনপির বর্তমান ও সাবেক শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। নেতারা জানান, শহীদদের স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা চলমান থাকবে।

সূত্র : জনকণ্ঠ