
ঢাকাসহ দেশের একাধিক স্থানে হালকা থেকে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার ১০টা ৪৫ মিনিট ১৫ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন ইউনিটের পক্ষ থেকে সঞ্জয় কুমার ডিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়,
আজ শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট ১৫ সেকেন্ড এর সময়ে ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে হালকা থেকে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এ ভূকম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৫।
আরও পড়ুন: পিরোজপুরের মঠবাড়িয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল্লাহর বিরুদ্ধে ১৮ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তার স্ত্রী ফারহানা আক্তার ও শাশুড়ি কারিমা খাতুনকেও আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক মো. মোস্তাফিজ বাদী হয়ে স্থানীয় দুদক কার্যালয়ে মামলাটি করেন। সৈয়দ আব্দুল্লাহ বর্তমানে ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক (ক্রাইম শাখা) হিসেবে কর্মরত। তিনি ২০১৯ সালের মার্চ মাস থেকে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত পিরোজপুরের মঠবাড়িয়া থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
দুদক সূত্রে জানা গেছে, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের সৈয়দ মোহাম্মদ হোসেনের ছেলে সৈয়দ আব্দুল্লাহ ১৯৯১ সালে পুলিশের উপ-পরিদর্শক হিসেবে যোগদান করেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, মাদক ও চোরাকারবারীদের সঙ্গে সখ্য, মিথ্যা মামলা রেকর্ডসহ নানা অভিযোগ রয়েছে।