প্রচ্ছদ জাতীয় দেশব্যাপী সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

দেশব্যাপী সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

কর্মক্ষেত্রে নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের ভোগান্তি কমাতে দেশের সব তফসিলি ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার ওই সার্কুলারটি বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)-এর কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয়, শাখা ও উপশাখাগুলোতে কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা নারীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম থাকা অত্যন্ত জরুরি। প্রয়োজনীয় সুবিধা না থাকায় নারী কর্মকর্তা ও গ্রাহকদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

পরিচালক (বিআরপিডি) মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত ওই সার্কুলারে আরও বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়সহ সব শাখা ও উপশাখায় নারী কর্মকর্তা-কর্মচারী এবং নারী সেবাগ্রহীতাদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করা এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রী নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।