প্রচ্ছদ হেড লাইন দুপুর গড়ালেও ভোটার শূন্য অনেক ভোটকেন্দ্র

দুপুর গড়ালেও ভোটার শূন্য অনেক ভোটকেন্দ্র

হেড লাইন: সারাদেশের মতো নেত্রকোনা জেলার ৫টি সংসদীয় আসনের ৪ হাজার ১৯৯টি ভোটকেন্দ্রে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। সকালের দিকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও দুপুরে তা কমতে থাকে।

এছাড়া দুপুর গড়িয়ে গেলেও ভোটার শূন্য রয়েছে জেলার বেশিরভাগ ভোটকেন্দ্র। নেত্রকোনা-২ ও নেত্রকোনা-৩ আসনের বেশ কিছু ভোটকেন্দ্র ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিকে সকালের দিকে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নৌকার প্রার্থীর পক্ষে জাল ভোট দিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে স্থানীয় তিন কিশোর আটক হয়েছে। ওই কিশোরদের বাড়ি বাদে পুটিকা গ্রামেই।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খবিরুল আহসান তিন কিশোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ভোট গ্রহণকারী কর্মকর্তারা জানান, ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। ভোট কেন্দ্রগুলোতে কোনও ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। প্রতিটি কেন্দ্রেই প্রয়োজনীয় সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন বলেও জানিয়েছেন তারা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।