
মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা এবং বছরের বাকি সময়ে সরবরাহ বাড়ার আশঙ্কায় আকরিক লোহার দাম কমেছে।
শুক্রবার (১৯ অক্টোবর) সকালে চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি লেনদেন হওয়া জানুয়ারির চুক্তির দাম ছিল টনপ্রতি ৭৭৩ ইউয়ান বা ১০৮.৫২ মার্কিন ডলার। সপ্তাহজুড়ে এতে ২.৮ শতাংশ পতন হয়েছে।
একই সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে নভেম্বর মেয়াদের বেঞ্চমার্ক আকরিক লোহার দাম টনপ্রতি ১০৪.৬ ডলারে ০.৩১ শতাংশ কমে ছিল। এ সপ্তাহে মোট পতন ১.৭ শতাংশ।
তবে চীনে স্টিল তৈরির কারখানাগুলোর স্থিতিশীল চাহিদা দামকে কিছুটা সহায়তা দিয়েছে। মিস্টিল কনসালটেন্সির তথ্য অনুযায়ী, ১৬ অক্টোবর পর্যন্ত সপ্তাহে প্রতিদিন গড়ে ২৪ লাখ ১০ হাজার টন গরম ধাতু উৎপাদন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় সামান্য ০.২ শতাংশ কম।
খবর বিজনেস রেকর্ডার