প্রচ্ছদ জাতীয় থানার সামনে টিকটক, আওয়ামী লীগ নেত্রী আটক

থানার সামনে টিকটক, আওয়ামী লীগ নেত্রী আটক

নাটোরের বড়াইগ্রাম থানার সামনে নেচে টিকটক ভিডিও বানানো সেই আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে পুলিশ। আটক আওয়ামী লীগ নেত্রীর নাম শিউলী খাতুন (৪২)।

আটক শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। সম্প্রতি শিউলী খাতুন থানার ভেতরে মুল ভবনের গেটের সামনে ‘বলি ও দারোগা, পেয়েছি মুখ, তোমার পুলিশ ফেঁসেছে-পরান আমার ভালবেসেছে’ গানের তালে তালে নেচে টিকটক ভিডিও ধারণ করেন। তবে এ সময় সেখানে কোনো পুলিশের উপস্থিতি দেখা যায়নি। পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন এবং তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।

সুত্রঃ কালের কণ্ঠের

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।