প্রচ্ছদ বাংলাদেশ তালা ভেঙে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা

তালা ভেঙে দলীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা

বাংলাদেশ: আড়াই মাস বন্ধ থাকার পর নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ঢুকে পড়েছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোস্তাকিন আহমেদ নিপু, রুবেল হোসেন ও নওগাঁ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া আলম রোমিও।

নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হাদয়ার টিপু বলেন, বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘ আড়াই মাস যাবৎ বিএনপির কার্যালয় তালাবদ্ধ করে রেখেছিল। এদেশের মানুষকে গণতন্ত্র এবং ভোটাধিকার ফিরে দেওয়ার লড়াই সংগ্রামে, সরকারের দেওয়া মিথ্যা মামলায় আমাদের জেলে যেতে হয়। দীর্ঘ ৪৫ দিন কারাভোগ শেষে আমাদের মুক্তি মিলেছে। আমরা সবাই একতিত্র হয়ে যুবদল, ছাত্রদলসহ আজ কার্যালয়ে এসেছি। এসে আমরা তালা ভেঙ্গে দলীয় কার্যালয়ে প্রবেশ করি। আজ থেকে কার্যালয়ে পূর্বের ন্যায় প্রতিদিন খোলা থাকবে। এবং আগামীকাল শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হবে। এবং যথারীতি দলীয় কার্যালয়ে সকল কার্যক্রম চলমান থাকবে।

উলেখ্য, গত বছরের ২৮ অক্টোবর নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়। সমাবেশ ঘিরে প্রাণহানি ও সংঘাত হয়। ওই দিনই থেকেই নওগাঁ কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। তবে তালা কে দিয়েছিল তা এখনো পরিষ্কার নয়। এ অবস্থায় গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়। বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।