প্রচ্ছদ জাতীয় টিভিতে রায় শুনলেন কামাল, বললেন- ‘নিজের ফাঁসির নির্দেশ শোনা সহজ নয়’

টিভিতে রায় শুনলেন কামাল, বললেন- ‘নিজের ফাঁসির নির্দেশ শোনা সহজ নয়’

মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও। তিনি বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় সরাসরি সম্প্রচার হওয়ায় তিনি টিভিতে সেই রায় নিজেই শুনেছেন। পরে এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, নিজের ফাঁসির রায় নিজে শোনা সহজ নয়। তবে তিনি জানিয়েছেন, মৃত্যুকে ভয় পান না।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর কলকাতার আনন্দবাজার পত্রিকার সঙ্গে আলাপকালে তিনি নিজের প্রতিক্রিয়া জানান।

আনন্দবাজারের ভাষায়- সোমবার দুপুরে আরও অনেকের মতো আসাদুজ্জামানও উৎকণ্ঠা নিয়ে টেলিভিশনে নজর রেখে বসেছিলেন। বাংলাদেশের ট্রাইব্যুনাল কী রায় ঘোষণা করছে, তার সরাসরি সম্প্রচার দেখছিলেন। কলকাতার যে অংশে তিনি বছরখানেক ধরে রয়েছেন, সে এলাকা ঈষৎ জনবিরল। ঘিঞ্জি মহানগর পরিসরের বাইরে। তার উপরে থাকেনও প্রায় একাই। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন যেমন লোকলস্কর, সিপাইসান্ত্রী নিয়ে দিনভর ওঠাবসা ছিল, ঠিক তার বিপরীত মেরুতে এখন তার বাস। সেই আপাত একাকিত্বের মধ্যে বসেই শুনলেন বিচারপতির উচ্চারণ— ‘আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে’।

নিজের কানে নিজের ফাঁসির আদেশ শোনা আসাদুজ্জামান খান কামাল আনন্দবাজার ডটকমকে বলেন, ‘আমরা জানতাম এই রকম রায়ই হবে। গত এক বছরে বাংলাদেশে ঘটনাপ্রবাহ যে পথে এগিয়েছে, যেভাবে সব কিছু সাজানো হচ্ছিল, তাতে আমরা বুঝে গিয়েছিলাম যে, এই রায়ই ঘোষিত হতে চলেছে। তাই চমকে যাইনি।’

আরেক প্রশ্নে বললেন, ‘নিজের ফাঁসির নির্দেশ শোনা সহজ তো নয়ই। সহজ মনেও হয়নি। তবে কঠিন কিছুই হবে, সে কথা তো জানতামই।’

তবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মুক্তিযুদ্ধে লড়েছি। প্রথম সারিতে দাঁড়িয়ে লড়েছি। এই মানসিকতা নিয়েই লড়েছিলাম যে, হয় মারব, না হয় মরব। তাই মরতে ভয় পাই না। এখনও পাই না।’এ সময় তিনি আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেন।

সূত্র : ঢাকা মেইল