প্রচ্ছদ সারাদেশ জ্বালানি তেল শূন্য পেট্রোল পাম্প, বিপাকে চালকরা

জ্বালানি তেল শূন্য পেট্রোল পাম্প, বিপাকে চালকরা

সারাদেশ: শ্রমিক ধর্মঘটের ৩য় দিনে জ্বালানি তেল শূন্য হয়ে পড়েছে খুলনার বেশিরভাগ পেট্রোল পাম্প। তবে কিছু কিছু পেট্রোল পাম্পে এখনও সামান্য পরিমাণ জ্বালানি তেল রয়েছে। নগরীর পাওয়ার পাওয়ার হাউস মোড়ের মেঘনা মডেল সার্ভিস সেন্টার নামের পেট্রোল পাম্পের কর্মচারী মিথুন জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে পেট্রোল, অকটেন এবং ডিজেল শেষ হয়ে গেছে। বিষয়টি লিখে টানিয়ে দেয়া হয়েছে। এছাড়া যানবাহন চালকরা আসলে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে।

এদিকে, প্রয়োজনীয় জ্বালানি তেল না পেয়ে বিপাকে পড়ছেন যানবাহন চালকরা। জ্বালানি তেলের সন্ধানে তারা এক পাম্প থেকে আরেক পাম্পে যাচ্ছেন। প্রায় একই রকম চিত্র অধিকাংশ পেট্রোল পাম্পে। মেসার্স কেসিসি পেট্রোল পাম্পে অকটেন না পেয়ে ফিরে যাওয়ার সময় মোটরসাইকেল চালক আহসান হাবিব জানান, দুটি পাম্পে গিয়ে অকটেন পাইনি। দেখি অন্য কোনো পাম্পে গিয়ে পাওয়া যায় কিনা। তবে কিছু কিছু পেট্রোল পাম্পে এখনও সামান্য পরিমাণ পেট্রোল, অকটেন ও ডিজেল রয়েছে এবং তা বিক্রি করা হচ্ছে। যা রাতের মধ্যেই শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, গত রোববার খুলনা বিভাগীয় ট্যাং-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা বিভাগের তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৬টি জেলায় পরিবহন বন্ধ রেখেছে শ্রমিকরা।

সূত্র: Channel 24

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।