প্রেম বিষয়ক কথাবার্তা গোপন রাখতে জুড়ি নেই অভিনেত্রীদের। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম নুসরাত ফারিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার জীবনে আসা প্রেম ও প্রেমিকদের কথা বলেছেন তিনি। সেইসঙ্গে জানিয়েছেন, তিনি তার জীবনে একদিনও সিঙ্গেল ছিলেন না।
নিজের প্রথম প্রেমের স্মৃতিচারণ করতে গিয়ে ফারিয়া বলেন, ‘আমি প্রথম প্রেম করেছিলাম ১৫ কিংবা ১৬ বছর বয়সে। ছোটকালের প্রেম। নীল কালিতে ছেলেটা আমাকে চিঠি লিখেছিলো, সেখানে খুব সুন্দর একটা গান লেখা ছিলো। আমি ভাবলাম, বাহ ছেলেটা তো কবি! কারণ আমি তখন গানটা সম্পর্কে জানতাম না। ওই সময় থেকে গেল ৩ ডিসেম্বর পর্যন্ত, আমি আমার জীবনে একদিনও সিঙ্গেল ছিলাম না।’
তবে এখন আর আগের মতো প্রেমে পড়েন না ফারিয়া। বরং একা থাকাটাই উপভোগ করেন। এমনটা উল্লেখ করে বলেন, ‘দুই মাস চলছে, আমি সিঙ্গেল এবং এই সময়টাকে আমি দারুণ উপভোগ করছি। এক প্রেম থেকে আরেক প্রেম, সর্বশেষ প্রেমটা দশ বছর ছিল। কিন্তু সিঙ্গেল থাকার যে অন্যরকম স্বাদ আছে, এটা আমি বুঝতাম না। এখন আমি পুরো জিনিসটা উপভোগ করছি, একা থাকার মজাটা অন্যরকম।’
এ নায়িকার দীর্ঘদিনের প্রেমিক ছিলেন রনি রিয়াদ রশিদ। ২০২০ সালের মার্চে তার সঙ্গে বাগদান সম্পন্ন হয় ফারিয়ার। কথা ছিল, ওই বছরের ডিসেম্বর ঢাক-ঢোল পিটিয়ে বিয়ে করবেন তারা। কিন্তু আড়াই বছর পর জানান, বিয়েটা হচ্ছে না তাদের।
সেসময় এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘এই বিয়েটা আর হচ্ছে না! আমি যা করি, বুঝেশুনেই করি। রনির সঙ্গে আমার সবসময়ই যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। হুট করে কোনো কিছু করা ঠিক না।’
গত মাসে ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে ফারিয়া অভিনীত ‘ভয়’ সিনেমাটি। এতে তার বিপরীতে ছিলেন অঙ্কুশ হাজরা। মুক্তির অপেক্ষায় রয়েছে এ নায়িকার ‘আবার বিবাহ অভিযান’ ছবিটি। এতেও তার বিপরীতে আছেন অঙ্কুশ। ছবিটি পরিচালনা করছেন সৌমিক হালদার।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |