
প্রশাসনকে আন্ডারে আনা নিয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বক্তব্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা ও তোলপাড় চলছে।
তবে দলটি জানিয়েছে, শাহজাহান চৌধুরীর এ বক্তব্য জামায়াত সমর্থন করে না এবং এ ঘটনায় অভ্যন্তরীণভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল রোববার কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মাওলানা মুহাম্মাদ শাহজাহান এ মন্তব্য করেন। অবশ্য নিজের বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন মাওলানা শাহজাহান চৌধুরী।
গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের নির্বাচনি দায়িত্বশীলদের সমাবেশে মাওলানা শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামীর জন্য আজকের এ সুযোগ ভবিষ্যতে আর আসবে না। দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে, অস্ত্র ঢুকবে। নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালি বলব না, যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনের যারা আছেন, তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কী প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে, আর আপনাকে প্রটোকল দেবে।
এদিকে শাহজাহান চৌধুরীর এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। অনেকেই তার বক্তব্যটি পোস্ট করে তীব্র সমালোচনা করছেন। আবার অনেকে তার পক্ষে যুক্তি তুলে ধরে পোস্ট করছেন।
এরপর রোববার সকালে মাওলানা শাহজাহান চৌধুরী এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেন। এতে তিনি বলেন, প্রশাসন আমাদের কথায় চলবে বলতে আমি জনগণের কথায় চলার কথা বুঝিয়েছি। আমি বোঝাতে চেয়েছি আমার দেশের প্রশাসন আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে কাজ করবে এবং বর্তমান সরকারের অধীনে দেশের স্বার্থে পুলিশকে কাজ করতে হবে। যারা খণ্ডিত অংশ প্রচার করে জামায়াতকে চিহ্নিত করছে, তারা প্রকারান্তরে ফ্যাসিস্টদের সহযোগিতা ও উসকানি দিচ্ছে।
রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান সাবেক এমপি শাহজাহান চৌধুরীর দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, ‘বক্তব্যটি আমরা দেখেছি। এটা একান্তই তার বক্তব্য। এর ব্যাখ্যা তিনি ভালো দিতে পারবেন। তার এ বক্তব্য জামায়াত সমর্থন করে না। আমরা অভ্যন্তরীণভাবেও ব্যবস্থা নিচ্ছি।











































