প্রচ্ছদ জাতীয় জামায়াত আগামী নির্বাচনে ৩ সিটও পাবে না

জামায়াত আগামী নির্বাচনে ৩ সিটও পাবে না

আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী তিনটিও সিট পাবে বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীর বাঘাতে আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতৃত্বের প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রাখতে হবে।

তাই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের কোনো বিকল্প নেই। আজ এই সমাবেশ প্রকাশ করে বাঘা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।’

জামায়াতের উদ্দেশে আবু সাঈদ চাঁদ বলেন, ‘বিএনপির সঙ্গে ছিলেন বলে আমার নেত্রী খালেদা জিয়া আপনাদের ২২টি সিট উপহার দিয়েছিলেন।

আজকে আপনারা যে চক্রান্ত করছেন এগুলোর কোনো কাজ হবে না। আপনাদের আবারও ডিমোশন হয়েছে, আগামীতে আপনারা ৩টি সিটও পাবেন না।