প্রচ্ছদ হেড লাইন জাপার বহিষ্কৃত নেতাকে যুবকের থাপ্পড়, ভিডিও ভাইরাল

জাপার বহিষ্কৃত নেতাকে যুবকের থাপ্পড়, ভিডিও ভাইরাল

অপরাধ: লক্ষ্মীপুর-২ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর জনসংযোগকালে শেখ ফায়িজ উল্যাহ শিপন নামে জাতীয় পার্টির সদ্য বহিষ্কৃত নেতাকে থাপ্পড় মেরেছে এক যুবক। এ ঘটনার ১৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কাফিলাতলী স্কুল মাঠে ওই ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

শিপন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ২৭ ডিসেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত একপত্রে তাকে অব্যাহতি দেয়া হয়।

ভিডিওতে দেখা যায়, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম (ঈগল) সদরের হামছাদী এলাকায় জনসংযোগে বের হন। এ সময় তার সঙ্গে ছিলেন জাপা থেকে সদ্য অব্যাহতি পাওয়া শেখ ফায়িজ উল্যাহ শিপন। দুপুরে কাফিলাতলী স্কুল মাঠে পৌঁছালে হঠাৎ এক যুবক এসে তার গালে থাপ্পড় মারেন। এ সময় ওই যুবককে ধর ধর বলে তাড়া করে স্বতন্ত্র প্রার্থীর লোকজন।

জানা যায়, শেখ ফায়িজ উল্লাহ শিপন জাতীয় পার্টির নেতা থাকা অবস্থায় লক্ষ্মীপুরের কয়েকটি দলীয় অনুষ্ঠানেও হাঙ্গামার ঘটনা ঘটে। ২০১৮ সালে মুসলিম লীগের হারিকেন প্রতীকে আর ২০২১ সনে জাপার লাঙ্গল নিয়ে সংসদ নির্বাচন করে দুই বারই জামানত হারান ওই নেতা।

জানতে চাইলে শেখ ফায়িজ উল্লাহ শিপন বলেন, আমরা নির্বাচনে প্রচারণায় বের হলে নৌকা প্রতীকের ৮ থেকে ১০ জন সমর্থক স্কুল মাঠে এসে প্রচারণায় বাধা দেয়। একপর্যায়ে স্থানীয় শান্ত নামে এক যুবক আমাকে থাপ্পড় মারে। সে হামছাদী ইউনিয়নের মৃত সফিক উল্যাহ’র ছেলে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।