প্রচ্ছদ আর্ন্তজাতিক ৫.৩ মাত্রার ভূমিকম্প, জানা গেলো ভয়াবহ তথ্য

৫.৩ মাত্রার ভূমিকম্প, জানা গেলো ভয়াবহ তথ্য

আর্ন্তজাতিক: পাকিস্তানের কয়েকটি অঞ্চলে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পাকিস্তানের মেট অফিস জানিয়েছে, এ ভূকম্পন ইসলামাবাদসহ খাইবার-পাখতুনওয়া অঞ্চলে আঘাত হেনেছে। এছাড়া পেশোয়ার সোয়াত, আবোট্টাবাদ, সাংলাসহ আরো অনেক এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়। বুধবার (১৩ নভেম্বর) পাকিস্তানের আবহাওয়া অফিসের বরাত দিয়ে জিওটিভি এ খবর জানায়।

খবরে বলা হয়, বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১৩ মিনিটে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ খাইবার পাখতুনওয়া অঞ্চলে রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল হিন্দুকুশ অঞ্চলের ২শ ২০ কিলোমিটার গভীরে। হিন্দুকুশ টেকটোনিক প্লেটের অঞ্চলে হওয়ায় সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে। বুধবারের ভূমিকম্পের ঠিক ২ মাস আগে ১১ সেপ্টেম্বর পাকিস্তানের ফেডারেল রাজধানী ও পাঞ্জাবসহ খাইবার পাখতুনওয়া অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

জানা যায়, পাকিস্তান ইন্ডিয়ান ও ইউরোশিয়ান টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত হওয়ায় সেখানে ভূমিকম্পের ঘটনা অস্বাভাবিক নয়। দক্ষিণ এশিয়ার বড় একটি অংশ ভূমিকম্পপ্রবণ এলাকা হওয়ায় ইন্ডিয়ান প্লেট ইউরোশিয়ান প্লেটকে আরো উত্তর দিকে ঠেলে দিচ্ছে। সে কারণে এ অঞ্চলে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে।

সূত্র: Barta24

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।