হেড লাইন: সিলেটে মুখে কালো মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিলের কয়েক ঘণ্টার মধ্যেই প্রধান আহ্বায়কসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৮ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে সিলেট কোতোয়ালি থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নেতারা হলেন- সিলেট বিমানবন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব (২৫) ও সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ (২৪)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান সোহেল। তিনি বলেন, গত ১৮ নভেম্বর সকালে সিলেট শহরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নিরব ও তার একজন সহযোগীকে ১৮ নভেম্বর রাত ১১ টা ৪০ মিনিটের সময় এসএমপি সিলেট কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। আসামিদেরকে এসএমপি সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটে দলটির নেতা-কর্মীদের প্রকাশ্যে দেখা যায়নি। এ সময় তারা কোনো কর্মসূচিও পালন করেননি। দলটির সামনের সারির অধিকাংশ নেতাই এখন আত্মগোপনে আছেন। এ ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলায় গ্রেপ্তারও হয়েছেন অনেকে। এর মধ্যে সোমবার সকালে ঝটিকা মিছিল করেন দলটির নেতা-কর্মীরা।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) সকাল ৭টার দিকে মহানগরের পূর্ব দরগাহ গেট এলাকায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি ব্যানার নিয়ে মুখে কালো মাস্ক পরে ঝটিকা মিছিল করে একদল যুবক। অপরদিকে, জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। রোববার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের নগরীর ব্যস্ততম প্রবর্তক মোড়ে ওই মিছিল করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২০-৩০ জনের একটি দল প্রবর্তক মোড় থেকে মিছিলটি বের করে বদনা শাহ মাজার পার হয়ে এগোতে থাকে। এরপর মিছিলে থাকা নেতা-কর্মীরা বিভিন্ন অলিগলিতে চলে যায়।
সূত্র: Channel 24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |