প্রচ্ছদ জাতীয় ছাত্রী হলে খাবার পাঠাচ্ছে শিবির, ভোটারদের অর্থ দিচ্ছে ছাত্রদল

ছাত্রী হলে খাবার পাঠাচ্ছে শিবির, ভোটারদের অর্থ দিচ্ছে ছাত্রদল

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে মুখোমুখি অবস্থান নিয়েছে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেল। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে শিবির লিখিত অভিযোগ দেওয়ার পর বিকেলে পাল্টা অভিযোগ করে ছাত্রদলও।

ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের বিরুদ্ধে চারটি অভিযোগ তুলেছে ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। অপরদিকে, শিবিরপন্থী প্যানেলের বিরুদ্ধে ভোটারদের খাবার ও উপহার দিয়ে প্রভাবিত করার অভিযোগ করেছে ছাত্রদল।

ছাত্রশিবিরের করা অভিযোগগুলো হলো ছাত্রদলের প্রার্থীরা শ্রেণিকক্ষে প্রচারণা চালাচ্ছেন, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে ও আচরণবিধির পরিপন্থী; ভোটারদের সরাসরি অর্থ দেওয়ার অভিযোগ উঠেছে, যা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা; নির্ধারিত সময়সীমার বাইরে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যা কমিশন-ঘোষিত নিয়মাবলির সুস্পষ্ট লঙ্ঘন; এবং রাকসুর ভোটার নন এমন ব্যক্তিরা প্রচারণায় অংশ নিচ্ছেন, যা নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করছে।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) বলেন, ‘এগুলো হাস্যকর অভিযোগ।’

‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী ও শাখা ছাত্রশিবির সভাপতি মোস্তাকুর রহমান বলেন, ‘নির্বাচন যাতে অংশগ্রহণমূলক ও সবার জন্য সমান সুযোগে হয়, সেজন্যই আমরা অভিযোগ করেছি।’

লিখিত অভিযোগে ছাত্রদলের প্যানেল উল্লেখ করেছে, ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকেরা বিভিন্ন হল ও বিভাগে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের খাবার ও বিশেষ উপহার দিচ্ছে, যা লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট করছে। নির্বাচনের প্রাক্কালে ভোটারদের উপহার প্রদান আচরণবিধির পরিপন্থী। এতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ প্রভাবিত হচ্ছে। প্রমাণস্বরূপ সংযুক্তিতে ছাত্রী হলে খাবার বিতরণের বিভিন্ন স্থিরচিত্র যুক্ত করা হলো।

প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন বলেন, ‘আমরা আচরণবিধিকে সম্মান জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। কমিশন যেন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়।’

তবে ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান বলেন, ‘আমরা কোনোরকম আচরণবিধি লঙ্ঘন করিনি। কমিশন চাইলে তদন্ত করে দেখুক।’

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘ছাত্রশিবির ও ছাত্রদল-সমর্থিত প্যানেল থেকে দুটি পৃথক অভিযোগ পাওয়া গেছে। নির্বাচন কমিশন সেগুলো যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’