প্রচ্ছদ আজকের সেরা সংবাদ কসাই জিহাদকে নিয়ে কলকাতার সেই ফ্ল্যাটে ডিবির সদস্যরা, জানা গেলো নতুন তথ্য

কসাই জিহাদকে নিয়ে কলকাতার সেই ফ্ল্যাটে ডিবির সদস্যরা, জানা গেলো নতুন তথ্য

আজকের সেরা সংবাদ: সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে কসাই জিহাদকে সঙ্গে নিয়ে ভারতের কলকাতার সঞ্জীবা গার্ডেনের আলোচিত সেই ফ্ল্যাটে গেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। সোমবার (২৭ মে) দুপুরে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ওই ফ্ল্যাটে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে ছিল কলকাতা পুলিশও।

এ সময় সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটে প্রতিনিধিদলের সামনে ঢাকা থেকে ভিডিও কলে যুক্ত করা হয় গ্রেপ্তার আমানুল্লাহ আমান ওরফে শিমুলসহ গ্রেপ্তার তিনজনকে। তারা ভিডিও কলে স্থানগুলো দেখিয়ে ঘটনার বর্ণনা দেন। কলকাতায় গ্রেপ্তার জিহাদ হত্যাকাণ্ডের শুরু থেকে দেহাংশ ফেলা পর্যন্ত সব কিছু জানেন, এ জন্য তার সঙ্গে ঢাকায় গ্রেপ্তার তিন আসামির ভিডিও কলে কথোপকথন করানো হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা। এ সময় উভয় পক্ষ থেকে নতুন তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করছেন তদন্ত কর্মকর্তারা।

এ ছাড়া কলকাতায় গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে নিয়ে সোমবার (২৭ মে) কলকাতার বিভিন্ন স্থানে তল্লাশি চালায় বাংলাদেশ ডিবি দল। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন দলের নেতৃত্বে থাকা হারুন অর রশীদ। তিনি সাংবাদিকদের বলেন, আমরা দুইবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত জিহাদকে টিআই প্যারেডের জন্য ঘটনাস্থলে নিয়ে গেছি। আজ আমরা জিহাদকে নিয়ে ফের এই বাগজোলা খালে যেখানে লাশ ফেলা হয়েছে বলে অভিযোগ, সেখানে এসেছি। আমাদের আশা, স্বল্প সময়ের মধ্যে লাশের খণ্ডিত অংশ উদ্ধার করতে পারব। এই খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া একমাত্র নারী সিলিস্তা রহমানের ভূমিকা নিয়ে ডিবি প্রধান বলেন, আমরা ভারতে তদন্ত করে দেশে ফিরে তারপর সিলিস্তা রহমানের সাথে কথা বলব। যে ফ্ল্যাটে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে তিনি ছিলেন; কিন্তু সে ক্ষেত্রে তার কী ভূমিকা ছিল, সেটা তার সাথে কথা বলেই জানা যাবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।