
সারাদেশ: গণপরিবহনে বাস ও লঞ্চ টার্মিনাল এলাকায় বিক্রির জন্য কলম দেখিয়ে হিপনোটাইজ করে সর্বস্ব লুট ও অপহরণ করে মুক্তিপণ আদায় করছে একটি সংঘবদ্ধ চক্র। সম্প্রতি সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সংঘবদ্ধ একটি চক্রের সন্ধান পায় ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। পরে আজ (সোমবার) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ (এডিসি) জুনায়েদ আলম জানান, অভিনব কায়দায় কলমের ওপর বিশেষ ঔষধ লাগিয়ে ভিকটিমকে হিপনোটাইজের মাধ্যমে অপহরণ করে অর্থ আদায়কারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে ওষুধ বিক্রির নামে প্রতারণা এবং ভেজাল ওষুধ বিক্রির দায়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার(৫ মার্চ) দুপুরে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।













































