প্রচ্ছদ জাতীয় এনসিপিসহ চার দলের সমন্বয়ে আসছে নতুন জোট

এনসিপিসহ চার দলের সমন্বয়ে আসছে নতুন জোট

বিএনপি ও জামায়াতে ইসলামী ঘরানার দলগুলোর বাইরে শিগগিরই আরেকটি নতুন নির্বাচনি জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) নিয়ে নতুন জোট হতে যাচ্ছে। যদিও জোটের নাম চূড়ান্ত হয়নি।

জানা গেছে, জোট গঠনের পর দল চারটি নির্বাচনি প্রচারে নামতে পারে। সর্বশেষ গতকাল রাতেও চার দলের বৈঠক হয়েছে। বৈঠকে জোটের নামকরণ নিয়ে আলোচনা হয়। সবকিছু ঠিক থাকলে আজকালের মধ্যে জোটের নাম ঘোষণা আসতে পারে।

সূত্র জানায়, এক মাসে বিএনপি ও জামায়াত উভয় দলের সঙ্গে দলগুলোর একাধিক বৈঠক এবং আলাপ-আলোচনা হয়েছে। কিন্তু রাজনীতির হিসাব-নিকাশ না মেলায় দলগুলো কোনো জোটে যোগদান করেনি। এছাড়া আলাদা রাজনীতি করে এনসিপি রাজনীতিতে টিকে থাকতে চায়। এমন অভিপ্রায় থেকে তারা এবি পার্টিসহ তিন দলের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে এ বছরের ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশ করে। ২০২০ সালের ২ মে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের মূলনীতির ওপর ভিত্তি করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আত্মপ্রকাশ করে। বিগত সরকারবিরোধী আন্দোলনে দলটি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে। ২০১২ সাল থেকে রাষ্ট্রচিন্তা নামে কার্যক্রম পরিচালনা করে আসলেও ২০২১ সালে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে রাজনৈতিক দলে রূপ নেয়। সম্প্রতি সেই নামের শুরুতে ‘বাংলাদেশ’ নামটি যুক্ত করে। চলতি বছরের ৯ মে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ আপ বাংলাদেশ। দেশের গণতন্ত্র রক্ষায় এ দলগুলো দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম যুগান্তরকে রোববার রাতে বলেন, এখন পর্যন্ত চারটি দল ‘রাজনৈতিক ও নির্বাচনি’ জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। আরও কয়েকটি দলের সঙ্গেও কথা হচ্ছে। হয়তো আরও দুটি দল আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। শিগগিরই আমাদের জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে। নির্বাচনি জোট প্রসঙ্গে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন রোববার রাতে যুগান্তরকে বলেন, জোটে তিনটি রাজনৈতিক দল ও একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যুক্ত হচ্ছে। এটা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে। দলগুলো নতুন ধারার রাজনীতি করতে চায়। বিশেষ করে সংস্কারের ইস্যুতে রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজ করছে। বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমিয়ে আনতে এবি পার্টি ও আমরা উদ্যোগ নিয়েছিলাম।

সূত্র: যুগান্তর