
মালদ্বীপের কুলহুদহুফফুসি শহরে চলমান কমনওয়েলথ বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার (২০ সেপ্টেম্বর) স্বাগতিক মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের জার্সিধারীরা।
স্ট্যান্ডার্ড হ্যান্ডবলে সাধারণ গোলে জয় পরাজয় নির্ধারণ হলেও বিচ হ্যান্ডবলে অবশ্য ভিন্ন। এখানে ১০ মিনিট করে দুই সেটের খেলা। প্রতি সেটের গোলের উপর জয় পরাজয়। দুই দল এক সেট করে জিতলে খেলা গড়ায় টাইব্রেকারে। সরাসরি জিততে হলে দুই সেটই জিততে হয়।
মালদ্বীপের কাছে ১ম সেটে ২০-১৪ গোলে হারে বাংলাদেশ। তবে ২য় সেটে ২০-১৬ গোলে জয় লাভ করে খেলায় ফিরে বাংলাদেশ। এরপর পেনাল্টি শুট আউটে ৭-৬ পয়েন্টে সেট জিতে ২-১ ব্যবধানে মালদ্বীপকে হারিয়ে শেষ চারে ওঠা নিশ্চিত করে খোকন মোল্লারা।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে ও ভারতকে ২-১ হারিয়েছিল বাংলাদেশ। তবে গতকাল রাতে শ্রীলংকার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।
কমনওয়েলথ হ্যান্ডবল এসোসিয়েশনের আয়োজনে এবং হ্যান্ডবল মালদ্বীপের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে লিগ পদ্ধতিতে। যেখানে স্বাগতিক মালদ্বীপ ছাড়াও অংশ নিয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ও বাংলাদেশ।
এদিকে দারুণ আত্মবিশ্বাস নিয়েই মালদ্বীপে বাংলাদেশ বিচ হ্যান্ডবল দল গিয়েছিল। সেখানে যাওয়ার আগে অনুশীলনও করে কিছু দিন। প্রতিযোগিতায় সেই প্রস্তুতির সুফল পাচ্ছে বাংলাদেশ।