প্রচ্ছদ জাতীয় ইসলামী আন্দোলনের সঙ্গে পথচলা সম্পর্কে নতুন তথ্য দিলো জামায়াত

ইসলামী আন্দোলনের সঙ্গে পথচলা সম্পর্কে নতুন তথ্য দিলো জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দরজা সব সময় খোলা আছে। নানাভাবেই একসঙ্গে পথচলা হতে পারে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে শুরু হওয়া জামায়াতের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদের বৈঠক শেষে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জুবায়ের। এ সময় তিনি ইসলামী আন্দোলন ইস্যুতেও কথা বলেন। বৈঠক ইস্যুতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, দলের আমিরের নির্বাচনী সফরের সূচি নির্ধারণ করা হচ্ছে। এছাড়া নির্বাচনী ইশতেহারও চূড়ান্ত করা হয়েছে। এ সময় আসন বণ্টন এবং ইসলামী আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ৪৭টি আসন সম্পর্কে ১০ দলের লিঁয়াজো কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দরজা খোলা আছে। এরআগে দুপুরে তিনি বলেছিলেন, ‘১১ দলের সমঝোতায় চূড়ান্ত হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আসনগুলো এখনো ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে, শেষ সময় পর্যন্ত তাদের জন্য অপেক্ষা করবে ১০ দল।’ বৈঠকে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে জামায়াতের কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান এই নেতা।

সূত্র : দেশ টিভি