প্রচ্ছদ জাতীয় ইতালি পৌঁছেই পালালেন সুন্দরী স্ত্রী! স্বামী দিশেহারা

ইতালি পৌঁছেই পালালেন সুন্দরী স্ত্রী! স্বামী দিশেহারা

Oplus_131072

হবিগঞ্জের মুস্তাক নামের এক যুবক বিদেশে স্বপ্ন বুনে স্ত্রীকে নিয়ে ইতালি গেলে, তার জীবনে মোড় নেয় অবিশ্বাস্য ঘটনা। ইতালিতে পৌঁছানোর পর তার স্ত্রী আচরণে পরিবর্তন আসে এবং একপর্যায়ে পলাতক হন। মুস্তাকের অভিযোগ, স্ত্রী তাকে প্রচণ্ড যন্ত্রণা এবং প্রতারণার শিকার করেছেন।

মুস্তাক বলেন, “আমরা দুজন মিলে বিদেশে নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ইতালিতে এসে আমার স্ত্রী আচরণে পরিবর্তন আসে, অনেকবার মন খারাপ করানো এবং শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। অবশেষে তিনি পালিয়ে গেছেন। আমি এখন তাকে খুঁজে বের করার জন্য মরিয়া।”

তিনি আরও জানিয়েছেন, “এ অবস্থায় আমি শুধু চাই আমার স্ত্রী নিরাপদে ফিরুক এবং আমাদের পারিবারিক সম্পর্ক আবার স্বাভাবিক হোক। আমি চাই সমাজও বুঝুক, প্রবাস জীবনে অনেকেই এমন সমস্যার মুখোমুখি হন।”

এই ঘটনা প্রবাস জীবনের বাস্তব চিত্রের এক করুণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে এবং সমাজে পারিবারিক সম্মান ও সম্পর্ক রক্ষার গুরুত্ব তুলে ধরেছে।