
এটা আমার লাস্ট বিসিএস, আমাকে মেরে ফেলেন ভাই’ রাস্তায় শুয়ে মাথা ঠুকে এমনই আহাজারি করেন নওগাঁর বিসিএস পরীক্ষার্থী ফাহাদ ফয়সাল।
শুক্রবার (২৬ এপ্রিল) ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার রাজশাহীর মসজিদ মিশন একাডেমি কেন্দ্রে পরীক্ষা ছিল ফাহাদের। নওগাঁ থেকে রাজশাহী কেন্দ্রের সামনে যখন পৌঁছান তখন ঘড়িতে সময় ৯টা ৪০ মিনিট। পরীক্ষার অন্তত আধঘণ্টা আগে কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক নিয়মের জন্য পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটক তখন বন্ধ। গেটে দায়িত্বরতদের অনুরোধ করেন কেন্দ্রে ঢুকতে দিতে। কিন্তু নিয়মের বেড়াজালে পাহারারত পুলিশ সদস্যরাও তাকে ঢুকতে দিতে অপারগ। ফটক টপকে তিনি ভেতরে ঢুকলেও তাকে বের করে আনা হয়। এরপর কেন্দ্রের সামনের রাস্তায় শুয়ে ফাহাদ এমন আহাজারি করেন।
এ সময় ফটকের বাইরে থাকা একাধিক মানুষ তার জন্য পুলিশ সদস্যদেরকে অনুরোধ করলেও তারা ঢুকতে দেননি। ফাহাদের আহাজারিতে কেন্দ্রের সামনের সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পুলিশ তাকে সড়ক থেকে উঠিয়ে দেন। এ সময় পাগলপ্রায় ফাহাদ বারবার বলতে থাকেন, ‘আমি মরে যাব। আমি মরে যাব। আমার লাস্ট বিসিএস ছিল এটা।’ কিছুক্ষণ পরে ফাহাদ সেখান থেকে চলে যান।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |