প্রচ্ছদ সারাদেশ আকরিক লোহার দাম আরও কমলো

আকরিক লোহার দাম আরও কমলো

সারাদেশ: আকরিক লোহার সরবরাহ মূল্য আরও হ্রাস পেয়েছে। বুধবার (২৭ মার্চ) গুরুত্বপূর্ণ ধাতুটির দাম গত ১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, ইস্পাতের উৎপাদন বাড়াতে উল্লেখযোগ্য নীতি সহায়তা দেয়া হয়নি। ফলে বিশ্বের শীর্ষ ভোক্তা চীনে কঠিন ধাতুটি তৈরির মূল উপকরণের চাহিদা দুর্বল হয়েছে। ফলে লৌহ আকরিকের বাজার চাপে পড়েছে।

আলোচ্য কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দাম কমেছে ৩ দশমিক ৫৩ শতাংশ। প্রতি মেট্রিক টনের দর নিষ্পত্তি হয়েছে ৮০৫ দশমিক ৫ ইউয়ানে। প্রধান আন্তর্জাতিক মুদ্রায় যা ১১১ ডলার ৪৩ সেন্ট। গত ১৯ মার্চের পর তা সবচেয়ে কম।

একই কর্মদিবসে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী এপ্রিলের আকরিক লোহার চুক্তি মূল্য নিম্নগামী হয়েছে ২ দশমিক ১ শতাংশ। মেট্রিক টনপ্রতি দাম স্থির হয়েছে ১০১ ডলার ৯৫ সেন্টে। গত ১৮ মার্চের পর যা সর্বনিম্ন। বেইজিং-ভিত্তিক বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান সিনোস্টিল ফিউচার্সের বিশ্লেষক ছেঙ পেঙ বলেন, ইস্পাতের চাহিদা নিম্নগামী রয়েছে। দামও দুর্বল আছে। এছাড়া লৌহ আকরিকের চালান বেড়েছে। ফলে শক্ত ধাতুটির দরপতন ঘটেছে। ক্রেতাদের উদ্দেশে লেখা আরেক বিশ্ববিখ্যাত পরামর্শক প্রতিষ্ঠান মাইস্টিলের বিশ্লেষকরা বলেন, আগামী এপ্রিলে দৈনিক গরম ধাতু উৎপাদন হতে পারে ২ দশমিক ২৫ থেকে ২ দশমিক ২৬ মিলিয়ন মেট্রিক টন। গত বছরের একই সময়ে যা ছিল ২ দশমিক ৪৫ মিলিয়ন টন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।