প্রচ্ছদ অপরাধ ও বিচার অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধ’র্ষণ

অসুস্থ তরুণীকে চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতর গণধ’র্ষণ

ভারতের বিহারে নিরাপত্তা বাহিনীতে পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়েন তরুণী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সের ভেতরে গণধর্ষণের শিকার হন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ২৪ জুলাই বিহারে এ ঘটনা ঘটে। ওইদিন বিহারের গোধ বায়ার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে নিরাপত্তা বাহিনী হোম গার্ডের শারীরিক পরীক্ষা চলছিল। তখন সেখানে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন ২৬ বছর বয়সী এক তরুণী। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ তরুণী অভিযোগ করেন, যখন তিনি অ্যাম্বুলেন্সে অজ্ঞান অবস্থায় ছিলেন তখন অজ্ঞাত একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। তার অভিযোগের পর বোধ গায়া পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়া তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমার নামে ২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কর্মকর্তারা জানান, সিসিটিভির ফুটেজের মাধ্যমে অ্যাম্বুলেন্স কোন পথে গিয়েছিল সেটি নিশ্চিত হওয়া গেছে।