
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তার এন্ডোস্কোপি সম্পন্ন হওয়ার পর চিকিৎসকেরা স্বস্তির খবর দিয়েছেন। একইসঙ্গে, তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি হিসেবে কাতার থেকে বিশেষ ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্স আজ (শনিবার) ঢাকায় পৌঁছাবে।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন শুক্রবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন যে, প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে বিকেল ৪টায় এন্ডোস্কোপি করা হয়। রিপোর্টে দেখা গেছে, তার পাকস্থলীর রক্তক্ষরণ সফলভাবে বন্ধ হয়েছে। এটি তার স্বাস্থ্যের জন্য একটি ইতিবাচক দিক।
???? বিদেশ যাত্রার চূড়ান্ত প্রস্তুতি: আজ আসছেন জুবাইদা ও কাতার এয়ার অ্যাম্বুলেন্স
খালেদা জিয়ার বিদেশ যাত্রার প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে। গুরুত্বপূর্ণ দুটি ঘটনা আজ শনিবারের মধ্যেই ঘটছে:
* ডা. জুবাইদা রহমানের আগমন: আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি ৩০২) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন। তিনি সরাসরি বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন।
* এয়ার অ্যাম্বুলেন্স: ঢাকাস্থ কাতার দূতাবাসের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি আজ শনিবার বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
জানা গেছে, সব প্রস্তুতি ঠিক থাকলে খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) লন্ডনের উদ্দেশে রওনা হতে পারে।
সফরসঙ্গী কারা থাকছেন?
খালেদা জিয়ার সঙ্গে লন্ডন সফরে তার পরিবারের সদস্যদের মধ্যে থাকবেন:
* ডা. জুবাইদা রহমান (লন্ডন থেকে আগত)।
* সৈয়দা শামিলা রহমান (প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী, বর্তমানে হাসপাতালে আছেন)।
* মেডিক্যাল বোর্ডের সদস্য ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।











































